রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি) সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার কিছু জায়গায় সন্ত্রাস সারানোর চেষ্টার অভিযোগে এবার রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে সাজিবুল শেখ নামে এক যুবককে গ্ৰেপ্তার করা হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজিবুলের সঙ্গে এসটিএফ মুস্তাকিম মন্ডল নামে নওদা থানার ভোলা গ্রামের আরও এক যুবককে 'আটক' করেছে। দুই যুবককে নিয়ে ইতিমধ্যে এসটিএফ মুর্শিদাবাদ ছেড়েছে বলে জানা গিয়েছে। গত ১৮ ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহড়ান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে গ্রেপ্তার হয় মিনারুল শেখ এবং আব্বাস আলী নামে দুই যুবক । তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনেছে অসম পুলিশের এসটিএফ। অন্যদিকে, একই সময় দক্ষিণ ভারতের কেরালাতে অভিযান চালিয়ে মহম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া এলাকায় আত্মীয়দের বাড়িতে দীর্ঘদিন থাকছিল সাব। সূত্রের খবর, অসম পুলিশের এসটিএফের হেফাজতে থাকাকালীন সাব একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাজ্যের এবং অসম এসটিএফ যৌথভাবে নওদা থানা এলাকায় অভিযান চালায়। এবার তাদের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাবের পিসি তাঞ্জিরা বিবির ছেলে সাজিবুল ইসলাম।
স্থানীয় সূত্রে খবর, এসটিএফ বাহিনী সাজিবুলের এক বন্ধু মোস্তাকিন মন্ডলকে 'জিজ্ঞাসাবাদের' জন্য তাদের সঙ্গে নিয়ে গিয়েছে। ভোলা গ্রামের বাসিন্দা মোস্তাকিন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত। অন্যদিকে সাজিবুল মূলত রাজমিস্ত্রির কাজ করলেও অন্য কাজও করত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কেরল থেকে ধৃত এবিটি-র অন্যতম মাথা, সাব মুর্শিদাবাদ এবং রাজ্যের কয়েকটি প্রান্তে জঙ্গি সংগঠনের শাখা বিস্তার করার চেষ্টা করছিল। এই কাজে তার পরিবারের বেশ কয়েকজন সহায়ক হয়েছিল বলে জানা গিয়েছে। সাজিবুল একসময় সাবের সঙ্গে যৌথভাবে ছাগলের ফার্মও খুলেছিল।
ধৃত দুই যুবক, সাবের কাছ থেকে মোবাইল ফোনে 'নির্দেশ' পেত এবং সেই অনুযায়ী তারা জঙ্গি সংগঠন বিস্তারের কাজ করছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ধৃত মোস্তাকিনের মা আফরোজা বিবি দাবি করেন,"আমার ছেলের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই।গতকাল রাতে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করার নাম করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আর ছেলের সন্ধান পাইনি। পুলিশ আমাদের বাড়ি থেকে দুটো মোবাইল ফোন নিয়ে গিয়েছে।"
নানান খবর

নানান খবর

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

মাটিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার ১

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি